বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বাউফলে জুলাই শহীদ স্মৃতি স্মরণে ড. মাসুদের ‍উদ্যোগে ফুটবল প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক সন্ধ্যা

মোঃ আল-আমিন, বাউফল

পটুয়াখালীর বাউফলে জুলাই শহীদ স্মৃতিকে স্মরণ করে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে বাউফল উপজেলা একাদশ ও বাউফল পৌরসভা একাদশের মধ্যে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলাটি গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে উপজেলা একাদশ বিজয়ী হয়।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, সাবেক ফুটবলার কায়সার হামিদ এবং ডাকসুর জিএস এস এম ফরহাদ।

প্রধান অতিথি বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “জুলাই শহীদদের ত্যাগ আমাদের অনুপ্রেরণা। তাদের স্মৃতি ধরে রাখতেই আজকের এই আয়োজন। খেলাধুলা একটি জাতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর বাউফল সবসময়ই প্রতিভায় ভরপুর। তরুণদের সুস্থ ধারার সঙ্গে যুক্ত রাখতে আমরা আরও বেশি ক্রীড়া আয়োজন করব।”

তিনি আরও বলেন, “বাউফলের যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে মাঠমুখী করতে হবে। খেলাধুলা চরিত্র গঠন করে, দলগত চেতনা তৈরি করে এবং মানবিকতার বিকাশ ঘটায়।”

তিনি বলেন, “আমরা চাই বাউফলকে ক্রীড়াবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে। একটা মিনি স্টেডিয়াম করা হবে। দেশের জাতীয় দলে যেন এখানকার ছেলেরা আরও বেশি জায়গা পায়—এ লক্ষ্যেই আমাদের কাজ।”

ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ আবেগঘন কণ্ঠে বলেন, “ছোটবেলায় মাসুদ ভাইয়ার বক্তব্যের ভিডিও দেখে বড় হয়েছি। তাঁর মতো হতে চাইতাম। আজ তাঁর মেহমান হতে পেরে সত্যিই অন্যরকম ভালো লাগছে।” এ প্রীতি ম্যাচ ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আবুল কাসেম।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের ট্রফি এবং ৫০ হাজার টাকা দেওয়া হয়। আর রানার্স আপ দলকে ৩০ হাজার টাকা এবং সান্তনা পুরুস্কার দেওয়া হয়।এ ছাড়া অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য, খেলা পরবর্তী রাত আটটা পর্যন্ত ইসলামী সংস্কৃতির আয়োজন করা হয়। এতে সাইমুম শিল্পী গুষ্টি, কলতান, হেরা রশ্নিসহ অন্যান্য শিল্পী গুষ্টিরা ইসলামীক বিনোদন দেন হাজারো দর্শকদের।

আরো পড়ুন

দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন বিএনপির তিনশতাধিক নেতাকর্মী

মোঃ আল-আমিন, বাউফল // পটুয়াখালীর বাউফল উপজেলায় দুধ দিয়ে গোসল বিএনপি ও সহযোগী সংগঠনের তিনশত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *