শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরগুনায় ৭০০ নারী পুরুষের বিএনপিতে যোগদান

বরগুনা প্রতিনিধি

জেলার বেতাগী উপজেলার বাসিন্দা হিন্দু সম্প্রদায়ের ৭০০ নারী পুরুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এ যোগ দিয়েছে।

এ উপলক্ষে গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বরগুনা জেলার বেতাগী উপজেলার জেলে পাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা বিমল মিস্ত্রি।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা -২ ( বামনা- পাথরঘাটা – বেতাগী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নূরুল ইসলাম মণি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নূরুল ইসলাম মণি বলেন, বাংলাদেশে কোন সংখ্যা লঘু নেই। হিন্দু, মুসলিম, খ্রিষ্টান সবার সমান অধিকার। সংবিধান সে অধিকার দিয়েছে। আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে হিন্দু-মুসলিম-বৌদ্ধ- খ্রিষ্টান সবাই একই অধিকার ভোগ করবে।

মতবিনিময় সভা শেষে জেলেপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের চার শতাধিক নারী ও পুরুষ বিএনপিতে যোগ দেন। পরে বেতাগীর হোসনাবাদ ইউনিয়নের জিলখোলা ৪০ ঘর গ্রামের তিনশত হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ বিএনপিতে যোগদান করে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বরগুনা জেলা হিন্দু- বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক হিরন্ময় সরকার, পাথরঘাটা পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি অরণ বাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মল্লিক, উপজেলা নির্বাচন কমিটির সভাপতি শাহজাহান কবির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল ও জেলা ছাত্রদলের সভাপতি সানাউল্লাহ সানি।

 

আরো পড়ুন

মায়ের কিডনি দিয়েও বাঁচানো গেল না ছেলের জীবন

সাকী মাহবুব পাংশা প্রতিনিধি।। রাজবাড়ীর পাংশা উপজেলার মুছিদাহ গ্রামে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। মৃত্যুর কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *