বোরহানউদ্দিন প্রতিনিধি
সরাসরি ঢাকা থেকে পরিচালিত ক্যাডেট কলেজ ভর্তি কোচিং প্রতিষ্ঠান “ফিউচার ক্যাডেট একাডেমি, বোরহানউদ্দিন শাখা, ভোলা” আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৯ নভেম্বর ) বোরহানউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একাডেমির উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষায় প্রায় ১০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফিউচার ক্যাডেট একাডেমির বোরহানউদ্দিন শাখায় ইতোমধ্যে প্রি-ক্যাডেট (৩য়–৫ম শ্রেণি) ও ইন্টেনসিভ কেয়ার ব্যাচ চালু করা হয়েছে। প্রশাসন ও অভিভাবকরা মনে করছেন, এ কোচিং শাখা চালু হলে এলাকার শিক্ষার্থীরা ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতিতে আরও এগিয়ে যাবে।
এ ব্যাপারে শাখা পরিচালক মোঃ গিয়াস উদ্দিন বলেন, ভোলা জেলায় এই প্রথম আমি বোরহানউদ্দিনে ফিউচার ক্যাডেট একাডেমির শাখা এনেছি। আমাদের ছেলে মেয়েদের বরিশাল, ঢাকা যেতে হয় এই ক্যাডেট কোচিং করার জন্য। ভবিষ্যতে আমাদের সন্তানরা বোরহানউদ্দিনে এই সুবিধা পাবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।