সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।।
বরিশালের গৌরনদী উপজেলার লক্ষণকাঠি বাজারে প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় শ্রমিকদল নেতা মো. আলী হোসেন হাওলাদারের (৪৪) উপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার ২৮নভেম্বর বিকেল ৫টার দিকে সংঘটিত এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, বাটাজোর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াসউদ্দিন তালুকদারের (৫৫) ছেলে ও ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. সুজন তালুকদার (২৫) এর নেতৃত্বে ৪–৫ জন অজ্ঞাত ব্যক্তি আলী হোসেনের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে বর্বরে প্রহারে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আলী হোসেন হাওলাদার যুবদলের ৫নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে শ্রমিক দলের একজন গুরুত্বপূর্ণ নেতা। হামলার পর তার স্বজন ও দলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
এ ঘটনার প্রতিবাদে গৌরনদী উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মনির হোসেন আকন কঠোর নিন্দা জানিয়ে বলেন, “এটি পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসার হামলা। আমাদের নেতা-কর্মীদের রক্ত ঝরানোর এই ন্যাক্কারজনক ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। দলীয় সিদ্ধান্তক্রমে শিগগিরই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
অভিযুক্ত সুজন তালুকদারের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তার নম্বর বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ঘটনাটি সম্পর্কে বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা বলছেন, রাজনৈতিক পরিচয়ের নামে হামলা-নির্যাতনের এসব ঘটনা এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।