বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

‎গৌরনদীতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিএনপির আঞ্চলিক অফিস পুড়ে ছাই

সোলায়মান তুহিনগৌরনদী প্রতিনিধি।।

‎বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের রাজাপুর বাজারে শুক্রবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজাপুর বাজার আঞ্চলিক অফিস সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন অফিসঘরসহ আশপাশে ছড়িয়ে পড়ে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নীরবতা ভেঙে হঠাৎ ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা গেলে বাজারের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালান। তবে ততক্ষণে অফিসের টিনশেডের কাঠামো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। কাঠের অংশ, টিনের দেয়াল, চেয়–টেবিল, আলমারিসহ সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়।

‎অগ্নিকাণ্ডে অফিসের গুরুত্বপূর্ণ দলীয় নথিপত্র, ফাইল, আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী পুড়ে যায়। তবে সৌভাগ্যবশত ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার সময় স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতা কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন।

‎এদিকে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনিক কর্মকর্তারা জানান, ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে বলেও তারা জানান।

‎রাজাপুর বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও ব্যবসায়ীদের মধ্যে শোক, ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন

কলাপাড়ার ধুলাসারে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক

মাহতাব হাওলাদার, মহিপুর : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসারে আলহাজ্ব জালালউদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি আবাসন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *