শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

দৌলতখানে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মো: মাকছুদুর রহমান পাটোয়ারী, দৌলতখান

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ভোলার দৌলতখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে আসর নামাজ বাদ দৌলতখান বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি, সহযোগী সংগঠন এবং স্থানীয় সর্বস্তরের নেতাকর্মীরা এ দোয়া মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠানে মিলাদ, কোরআন তেলাওয়াত ও বিশেষ তেলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ শহীদুল্লাহ,ও স্থানীয় আলেমরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন হাওলাদার, সহ-সভাপতি নিজাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ কুটি, সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল তালুকদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল কমিশনার, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক কামাল কাজী, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি শাহাবুদ্দিন মেম্বার, আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা জিয়া পরিষদের বর্তমান ভাইশ চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আলহাজ্ব মোঃ ওবায়দুল হক, এ সময় নেতারা বলেন বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিচ্ছেদ্য প্রতীক। তাঁর সুস্থতার জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব।”

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিট, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা আরও বলেন, “দেশনেত্রীর স্বাস্থ্যগত অবস্থা নিয়ে পুরো দেশের মানুষ উদ্বিগ্ন। দৌলতখান থেকে আমরা তাঁর সুস্থতা কামনায় আল্লাহর দরবারে আন্তরিক প্রার্থনা করছি।”

মাহফিলে বেগম জিয়ার রোগমুক্তি ছাড়াও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, জাতির কল্যাণ এবং দৌলতখানের সার্বিক উন্নতির জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়। নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা পর্যন্ত পর্যায়ক্রমে দৌলতখানের বিভিন্ন স্থানে আরও দোয়া মাহফিল আয়োজন করা হবে।

আরো পড়ুন

ভোলা-বরিশাল সেতুর দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ভোলা- বরিশাল সেতু নির্মানের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ০১ডিসেম্বর (সোমবার) সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *