বোরহানউদ্দিন প্রতিনিধি
দৈনিক জনকণ্ঠ পত্রিকা ও দৈনিক বাংলাদেশ বাণী’র নিজস্ব প্রতিনিধি বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি মোঃ রিয়াজ ফরাজীর নামে বিএনপি নেতা রবু দালাল কর্তৃক মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বোরহানউদ্দিন প্রেসক্লাব সহ উপজেলা সাংবাদিকবৃন্দ। রোববার (৩০ নভেম্বর ) বিকেলে বোরহানউদ্দিন উপজেলার থানার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আহমেদ,সাধারণ সম্পাদক মোঃ সোহেল মাহমুদ,জাতীয় দৈনিক দি ডেইলি প্রেজেন্ট টাইমস (ইংরেজি) ভোলা প্রতিনিধি মোঃ কবির হোসেন,দৈনিক যুগান্তর বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি নীল রতন দে,দৈনিক বাংলা ভোলা জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ হোসেন অনিক,দৈনিক সংবাদ বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি এম অন্তর হাওলাদার,দৈনিক আজকালের খবর বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন নয়ন , দৈনিক কালবেলা বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি এম এইচ শরীফ,
নিউজ ২১ বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি কাজী মোঃ আল-আমীন,দৈনিক আমার দেশ বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি মোঃ তামিম ইসলাম,দৈনিক আলোচিত কণ্ঠ ভোলা জেলা প্রতিনিধি মোঃ নুরনবী,দৈনিক সত্য সংবাদ স্টাফ রিপোর্টার মোঃ সোহেল, দৈনিক ভোরের দর্পণ বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, দৈনিক রুপালী বাংলাদেশ বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি গোলাম মাহমুদ শাওন,দৈনিক মানব জমিন বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি মোঃ আবুল বাশার, আশিক পন্ডিত, হাসনাইন হাওলাদার, দৈনিক তৃতীয় মাত্রা, বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি, জামাল উদ্দিন, দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি, সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন,প্রতিনিয়ত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা হচ্ছে,চব্বিশের আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা এমনটি চাইনি। সাংবাদিকদের কণ্ঠরোধ করা হবে এমন বাংলাদেশ আমরা চাইনি। আমরা সাংবাদিকদের নিরাপত্তা ও কাজের স্বাধীনতা চাই,সাংবাদিকদের হয়রানি করার প্রবণতা এখনও থেমে যায়নি।
এখন মিথ্যা মামলা সাংবাদিক হয়রানির হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিক রিয়াজ ফরাজীর নামে হওয়া মামলাটি মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক,আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে তাদের নামে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।’
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।