মো. মাকছুদুর রহমান পাটোয়ারী
ভোলার দৌলতখান উপজেলায় দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজ রোডের একটি মিলনায়তনে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও বর্তমান জনতা ব্যাংকের পরিচালক, পাশাপাশি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওবায়দুল হক।
সভায় সভাপতির বক্তব্যে ওবায়দুল হক বলেন, “দুর্নীতি শুধু অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে না, এটি সমাজের নৈতিক ভিত্তি দুর্বল করে দেয়। তাই পরিবার থেকে শুরু করে প্রতিষ্ঠান সর্বত্র দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার সময় এখনই।”
তিনি বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, যুবসমাজ এবং সাধারণ জনগণের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা কার্যক্রমকে আরও প্রসারিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
সভায় আগামী ৯ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালনে উপজেলা পর্যায়ে বিশেষ কর্মসূচি হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা সভা, মানববন্ধন, র্যালি, পোস্টার প্রচার এবং দুর্নীতি প্রতিরোধের ওপর আলোচনা সভা আয়োজন। এছাড়া বিভিন্ন দফতর ও স্থানীয় সংগঠনের সঙ্গে সমন্বয় করে দিনব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মেহেরুন নাহার, সহ-সভাপতি আব্দুল কাদের উজ্জ্বল চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল খায়ের, সদস্য মো. জসীমউদ্দীন, মোহাম্মদ মিজানুর রহমান, সাথী বেগমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, মানুষের মনমানসিকতার পরিবর্তন ও সামাজিক একতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রত্যাশা করেন, দৌলতখানে দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রম আগামী দিনে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।
পরিচিতি সভা শেষে উপস্থিত সদস্যরা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।