মাইদুল ইসলাম শফিক।।
বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীর এক জেলের জালে ২কেজি ৬০০গ্রাম ওজনের একটি ইলিশ ধরা পড়েছে।
৩ডিসেম্বর (বুধবার) মাছটি ওই জেলে বানারীপাড়া বন্দর বাজারের মৎস আড়ৎদার সত্য রঞ্জনের নিকট বিক্রি করেছে বলে জানা গেছে।
পরে ওই আড়ৎদার মাছটি ডাকে বিক্রি করলে বাজারের খুচরা মাছ বিক্রেতা বিকাশ চন্দ্র রায় ২২০০০০ টাকা মণ ধরে ১৪৩০০ টাকায় কিনে নেয়।

মাছটি দেখতে বাজারের ক্রেতা ও বিক্রেতাসহ অন্যান্য উৎসুক জনতা ভীড় জমায়। সন্ধ্যা নদীর জেলেদের থেকে জানা যায় এ রকম বড় সাইজের ইলিশ এ নদীতে খুব কমই ধরা পড়ে।
তবে বর্তমানে এ নদীতে দৃশ্যমান ইলিশ ধরা পড়ে বলে জেলেরা জানান বাজারে মাছ কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান সর্বধরনের ইলিশের দাম চড়া হওয়ায় ইলিশ কেনার স্বাদ থাকলেও তাদের সাধ্যে হয় না।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।