জাহাঙ্গীর আলম।।
দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২ডিসেম্বর) বিকেল ৪টায় ঝালকাঠি কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে নতুন কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ আলআমিন বাকলাই।
দৈনিক খবরের কাগজ–এর ঝালকাঠি জেলা প্রতিনিধি কামরুজ্জামান সুইট এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দুপুর থেকেই ফরম পূরণকারী সদস্যরা একে একে প্রাঙ্গণে উপস্থিত হন। পরবর্তী সময়ে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে ২১ সদস্যের জেলা নির্বাহী কমিটি চূড়ান্ত হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি মো:শাহরিয়া সিমান্ত, সাধারণ সম্পাদক: মো. সিয়াম খান এবং সাংগঠনিক সম্পাদক মার্জিয়া মীম নির্বাচিত হন।
নতুন কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আককাস সিকদার, কবি ও লেখক মুহাম্মদ আলআমিন বাকলাই, চামটা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক রুনু আক্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফেরদৌস রানা।
নির্বাহী কমিটির অন্যান্য সদস্য হলেন, সহ-সভাপতি মো. সোহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান আপন,, শিক্ষা সম্পাদক সহকারী শিক্ষক বিজন বেপারী, মানবসম্পদ সম্পাদক মো. অনিক, প্রশিক্ষণ সম্পাদক রাহুল কুণ্ড, সাহিত্য–পাঠাগার সম্পাদক জিল্লুর রহমান, অর্থ সম্পাদক মো. মেহেদি, যোগাযোগ ও প্রচার সম্পাদক জুথী বেগম, ক্রীড়া সম্পাদক নাজিয়া নওরিন, দপ্তর সম্পাদক মেহেদি হাসান পৃথিবী, সমাজকল্যাণ সম্পাদক ফারজানা আক্তার, পরিবেশ–দুর্যোগ সম্পাদক সেজান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাফেজ মো. হাফিজুর রহমান, বিজ্ঞান সম্পাদক সুদিপ্ত মিত্র শান্ত, নারী সম্পাদক মৌলি আক্তার ও সাংস্কৃতিক সম্পাদক ফেরদৌস হাসান প্রিন্স, সদস্য মো: অনিক ও তাইমুর রেজা প্রমুখ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।