এনামুল হক সিকদার নলছিটি প্রতিনিধি।।
ঝালকাঠির নলছিটিতে আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ডিসেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নলছিটি উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. জোবায়ের হাবিব।
সভায় শহিদ বুদ্ধিজীবী দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, আয়োজনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখাসহ নানা বিষয়ে আলোচনা হয়। উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।
আয়োজন করেছে উপজেলা প্রশাসন, নলছিটি, ঝালকাঠি।
সভা শেষে শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও দিনব্যাপী কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।