শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

দেশের টাকা দেশে রেখেই দেশ পুনর্গঠনে ভূমিকা রেখেছেন শিল্পোদ্যোক্তা নুরুল ইসলাম

আজিম উদ্দিন খান, লালমোহন ভোলা প্রতিনিধি।।

যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলার লালমোহনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় লালমোহন প্রেসক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল আজীজ শাহীন। যুগান্তর লালমোহন উপজেলা প্রতিনিধি মো. জসিম জনি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের সদস্য সচিব শহিদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মাহাবুব আলম, লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আমজাদ হোসেন, সাবেক সভাপতি মাহমুদ হাসান লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল, অর্থ ও দপ্তর সম্পাদক হাসান পিন্টু, সাংবাদিক মাছুম বিল্লাহ, নজরুল ইসলাম, আকবর হোসেন, ইব্রাহিম আকাশ প্রমূখ। যুগান্তর ‘স্বজন সমাবেশ’র উদ্যোগে মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মাহবুব আলম।

অনুষ্ঠানে সাংবাদিকগণ বলেন, যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করে নুরুল ইসলাম এদেশে লাখো মানুষের কর্মসংস্থান সৃস্টি করেছেন। এরকম একজন শিল্পোদ্যোক্তা এদেশ পুনর্গঠনে ভূমিকা রেখেছেন। তিনি দেশের অনেক বড় বড় ব্যবসায়ীর মতো দেশের টাকা বিদেশে পাচার করেননি। দেশের টাকা দেশে রেখেই ব্যবসা পরিচালনা করেছেন। একই সাথে একজন সাহসী কর্মবীর দেশপ্রেমিক ছিলেন নুরুল ইসলাম। অধম্য সাহসিকতার জন্যই তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। বক্তারা আরও বলেন, তার সৃষ্টি দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন ২৪-এর গণঅভ্যুত্থানেও পথভ্রষ্ট হয়নি। সাহসিকতার সঙ্গে জনমানুষের কথা বলেছে, লিখেছে। দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে সত্য প্রকাশে অনড়। এই প্রেরণার উৎস বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *