শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

বানারীপাড়া প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম মিঞা ও সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা স্বাক্ষরিত এক পত্রে তার পদ স্থগিত করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে বানারীপাড়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনের দলীয় পদ স্থগিতের পত্র ও বিগত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নৌকার প্রচারণায় অংশ নেওয়ার তার একটি ছবি ছড়িয়ে পড়ে।

দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী শাহে আলমের ছবি ও নৌকা প্রতীকের ছবিসংবলিত গেঞ্জি গায়ে পরে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ ও আরপিডিএস নামের একটি এনজিও খুলে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

 

আরো পড়ুন

‎গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

‎সোলায়মান তুহিন, গৌরনদী ‎বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ–২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *