মনজুর মোর্শেদ তুহিন পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর নবাগত পুলিশ সুপার (এসপি) আবু ইউসুফ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, নারী ও শিশু নির্যাতন, সাইবার অপরাধসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বিভিন্ন সমস্যা, অনিয়ম ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন এবং সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন নবাগত পুলিশ সুপার আবু ইউসুফ। তিনি আশ্বস্ত করে বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বক্তব্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ টেনে পুলিশ সুপার বলেন,
“আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের সবার জন্যই একটি বড় চ্যালেঞ্জ। তবে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে জেলা পুলিশ প্রশাসন সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।”
তিনি নির্বাচনকেন্দ্রিক যে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা অনিয়ম প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং তথ্যভিত্তিক দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলামসহ পটুয়াখালী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে পুলিশ প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয়ের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।