রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

বাবুগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

বাবুগঞ্জ প্রতিনিধি।।

বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেছেন, খালেদা জিয়া শুধু বিএনপির সম্পদ না, খালেদা জিয়া বাংলাদেশের সম্পদ। জিয়া পরিবারের উপরে সব চেয়ে বেশি নির্যাতন হয়েছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি থেকে বেগম খালেদা জিয়াকে বের করে দিয়ে, বাড়িটি ভেঙ্গে চুরমার করে দিয়েছে আওয়ামী লীগ সরকার ।

খালেদা জিয়াকে যখন আওয়ামী সরকার কারাগারে পাঠিয়েছে তখন খালেদা জিয়া সুস্থ ছিলেন। কারাগারে নিয়ে বিভিন্নভাবে স্লো পয়োজনিং করে আরো অসুস্থ করে ফেলেছে। খালেদা জিয়াকে যে কক্ষে বন্দ করে রাখা হয়েছিল সেই কক্ষ ছিলো পরিত্যক্ত। যেখানে মানুষের বসবাস করা মতো অবস্থা ছিলো না।

যে পরিমাণ নির্যাতন করা হয়েছে এইটা বাংলাদেশের ইতিহাসে নেই। খালেদা জিয়ার উপরে স্টিম রোলার চালানো হয়েছে । এতো নির্যাতন শুধু জিয়া পরিবার সহ্য করেছে বাংলাদেশে ভোট অধিকার ফিরিয়ে আনার জন্য। সব নির্যাতন অপেক্ষা করেছে শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য”।

শনিবার বিকেলে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাবুগঞ্জ বিএনপির আয়োজিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।

উপজেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র সাহার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শামসুল আলম ফকির,আব্দুল করিম হাওলাদার,নজরুল ইসলাম বাদশা ,আরিফুর রহমান শিমুল সিকদার, এবি এম মোস্তাফিজুর রহমান ফারুক, আলমগীর হোসেন স্বপন, উপজেলা শ্রমিকদলের সভাপতি ফরিদ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ওবায়দুল হক,সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালাম আজাদ, বরিশাল মহানগর ছাত্র দলের সহ সভাপতি আজিজুল হক, উপজেলা ছাত্রদল আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন,সদস্য সচিব ইয়াসিন আরাফাত, সিনিয়র যুগ্ম আহবায়ক আকিব ইমরানসহ উপজেলা ও ইউনিয়নের নেতা-কর্মী।

এসময় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া’র জন্য দোয়ার পাশাপাশি বরিশাল-৩ আসনের ধানের শীষের প্রার্থী এ্যাড. জয়নুল আবেদীনের জন্য কাজ করার আহবান জানান। এ্যাড. জয়নুল আবেদীন এই আসন থেকে জিতলে বেগম খালেদা জিয়া জিতবেন, তারেক রহমান জিতবেন।

আরো পড়ুন

পাংশায় কবরস্থানে আগুন দিলো দূর্বৃত্তরা

সাকী মাহবুব রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী পাংশার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর ঈদগাহ্ মাঠ সংলগ্ন কবরস্থানে আগুন ধরিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *