সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

ভোলায় ৮শিক্ষা কর্মকর্তা পদোন্নতি পেয়ে হলেন অধ্যাপক ও সহযোগী অধ্যাপক

মেসকাত আহাম্মেদ স্টাফ রিপোর্টার।।

ভোলায় বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার থেকে ভোলা সরকারি কলেজের ১অধ্যাপক ও ৪জন সহযোগী অধ্যাপক এবং ভোলা সরকারি মহিলা কলেজের ৩জন সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ।

বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপন থেকে এ পদোন্নতির এ তথ্য জানানো হয় । রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে সই করেছেন যথাক্রমে উপসচিব মো. আব্দুল কুদদূস ও উপসচিব (সরকারি কলেজ-২) তানিয়া ফেরদৌস।

আদেশে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পর্যায়ের এসব কর্মকর্তাগণ-কে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৫ম ও ৪র্থ গ্রেডে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতিপূর্বক স্ব-স্ব কলেজে/দপ্তরে/ইনসিটু হিসেবে পদায়ন করা হলো । এই আদেশ অবিলম্বে কার্যকর হবে ।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন, ভোলা সরকারি কলেজ থেকে অধ্যাপক পদে গণিত বিভাগের বিধান কৃষ্ণ দাস (২২ব্যাচ), সহযোগী অধ্যাপক পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এ বি এম মজিবুর রহমান (২৬ব্যাচ), ইংরেজি বিভাগের কাজী মো. হাসান (২৬ব্যাচ), রসায়ন বিভাগের ড. মো. ফিরোজ সরদার (২৭ব্যাচ), পদার্থ বিদ্যা বিভাগের মো. ফজলে ইলাহী (২৭ব্যাচ)। ভোলা সরকারি মহিলা কলেজ থেকে সহযোগী অধ্যাপক পদে বাংলা বিভাগের মো. ইব্রাহিম শামীম (২৭ব্যাচ), ইসলামী শিক্ষা বিভাগের মো. রহমতুল্লাহ রাজন (২৭ব্যাচ), ইংরেজি বিভাগের মো. মিজানুর রহমান (২৮ব্যাচ) ।

উল্লেখ্য, বিগত কয়েক বছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পদোন্নতির তালিকা পাঠানো হলেও মন্ত্রণালয় তা কারণ ছাড়াই ঝুলিয়ে রাখে বলে শিক্ষকদের অভিযোগের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরা হয়। এরপর ৯ ও ১০ ডিসেম্বর শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত একাধিক সভা হয় । সবশেষে ১১ডিসেম্বর ঝুলে থাকা ২৭০৬ কর্মকর্তার পদোন্নতির তালিকা অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয় ।

আরো পড়ুন

নলছিটিতে আওয়ামী লীগ সভাপতি আটক

নলছিটি প্রতিনিধি।। ঝালকাঠির নলছিটি উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি হলেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *