জাহাঙ্গীর আলম, ঝালকাঠি
ঝালকাঠির নলছিটির দপদপিয়া ইউনিয়নের পশ্চিম কয়া ও বিরনারায়ন গ্রামে জমিজমা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ ও সম্প্রতি ছড়ানো অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে মো. বজলুর রহমান নামে এক বাসিন্দা সম্মেলনে এই অভিযোগ করেন।
মো. বজলুর রহমান রাঢ়ী অভিযোগ করেন, তিনি ও তার পরিবার সাবকবলা দলিল ও রেকর্ড অনুযায়ী প্রায় ৬ একর ৫০ শতাংশ জমির বৈধ মালিক হলেও স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে এবং তার বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছে। তিনি জানান, ৫ আগস্টের পর থেকে চক্রটি নিয়মিতভাবে তার কাছে চাঁদা দাবি করতে থাকে। চাঁদা না দেওয়ায় নলছিটি ও ঝালকাঠিতে এবং ঢাকা প্রেসক্লাবের সামনে সাজানো মানববন্ধন করা হয়। প্রতিশোধ হিসেবে তার মালিকানাধীন জমিতে রোপিত ২১৯টি মাল্টা গাছ কেটে ফেলা হয় এবং পরে ধান কাটারও চেষ্টা চালায় চক্রটি।
বজলুর রহমান বলেন, প্রশাসনের কাছে প্রতিপক্ষ কোনো বৈধ মালিকানা দলিল দেখাতে পারেনি; বরং ৩০০ টাকার স্ট্যাম্পে বায়না ও ভুয়া কাগজ দেখিয়ে জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, মোহন হাওলাদারের নেতৃত্বে চক্রটি তার কাছে ১১ লাখ টাকা চাঁদা দাবি করেছে।
তিনি অভিযোগ করেন, এই সংঘবদ্ধ চক্রের মধ্যে দপদপিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ ছিদ্দিক মাঝী রয়েছে। তার সঙ্গে আরও রয়েছে ইউনুচ ফকির, মোহন হাওলাদার, আনোয়ার গাজী, নিজাম মোল্লা, কাঞ্চন খা, হাবিব মেকার এবং দেলোয়ার তালুকদারসহ আরো অনেকে। যারা বিগত আওয়ামী লীগের রাজনীতির সাঙ্গে জড়িত ছিলো।
বজলুর রহমান জানান, এসব ঘটনার পর তিনি ৩০ নভেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এমপি কেস নং ৫৭৬/২৫ এবং তার স্ত্রী রুনা ইয়াসমিন ১ ডিসেম্বর এমপি কেস নং ৫৮২/২৫ দায়ের করেছেন। আদালত দুটি মামলায় সংশ্লিষ্ট জমিতে উত্তেজনা ও সংঘর্ষ এড়াতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারি করেছে।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন ও সাংবাদিকদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। এসময় আরও উপস্থিত ছিলেন মাহবুব রাড়ী, হারুন রাড়ী, রুবেল মুন্সী, এনামুল হক, মোজাম্মেল হোসেন, আফরোজ নিরু, রুনা ইয়াসমিন ও নাসিরুদ্দিন সিকদারসহ আরো অনেকে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।