নিজস্ব প্রতিবেদক
আগামী নির্বাচনে যেই বিজয়ী হোক না কেনো জাতি হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াবো বলে জানিয়েছেন সড়ক ও সেতু উপদেষ্টা ফওজুল কবির খান। রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খা নদের উপরে মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ফওজুল কবির খান আরো বলেন, “আমাদের একটিই কথা নির্বাচন যেন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আগের মতন যেন কেউ যাতে ভোট কেন্দ্র দখল না করে। এখন নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ দেখবেন নির্বাচন কমিশন।সেতুর বিষয়ে তিনি বলেন, বিভিন্ন কোন্দলের কারনে সেতুর বাস্তবায়ন দেরিতে হয়। যার কারনে সেতুর বাস্তবায়ন ব্যয়ও বৃদ্ধি পায়। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।এই সেতুর মাধ্যমে অর্থনীতির পুনজাগরন ঘটবে, মানুষের মধ্যে সৌহার্দ বাড়বে, শিল্প কারখানা ও কৃষির বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উদ্বোধনকালে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, এই সেতু নির্মান হলে এ অঞ্চলের মানুষ উপকৃত হবে। সেতু নির্মানে যাতে পুকুর চুরি নদী চুরি এগুলো যাতে না হয় সেদিকে স্থানীয়দের নজরদারি রাখার আহবান জানান। জনগনের আমানত মনে করে সেতুর কাজ করাতে হবে। প্রকল্পের নানা কাজ পাওয়া নিয়ে স্থানীয় সমস্যার সৃষ্টি হয়। যা প্রকল্পের মান ও নির্মাণের মেয়েদের উপর প্রভাব ফেলে। এই বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান তিনি।
বাবুগঞ্জের মীরগঞ্জে আড়িয়াল খা নদের উপর প্রায় দেড় কিলোমিটার সেতুটি নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকা। এই সেতু নির্মান কাজ আগামী বছরের জানুয়ারি মাসে শুরু হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে বরিশালের বিভাগীয় কমিশনার, মোহাম্মদ মাহফুজুর রহমান জেলা প্রশাসক, মোঃ খাইরুল আলম সুমন। সড়ক ও জনপদের উর্ধত্ন কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক ও স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জে বাবুগঞ্জ-মুলাদী ও হিজলা উপজেলা মানুষের প্রাণের দাবি ছিল সেতু নির্মান আজ তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।