বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫

লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আজিম উদ্দিন খান, লালমোহন
“দূর্নীতি বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা।” এই শ্লোগানকে ধারন করে আজ ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে পালিত এই দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক মাহমুদ হাসান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিশনার (ভূমি) মোঃ রেজওয়ানুল হক, শাহবাজপুর সরকারি কলেজের অধ্যাপক ফয়সাল আহমেদ।

অসি তদন্ত মাকসুদুল রহমান, সমাজ সেবা অফিসার মোঃ মাসুদ, লালমোহন ঈদগাহ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ এমরান হোসেন রাজীব, বিশিষ্ট সাংবাদিক প্রভাষক কবি রিপন শান, বিএসসি মাহবুব আলম, শাহিন আলম মাকসুদ। এসময় নবগঠিত কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় লালমোহনের বিভিন্ন উচ্চ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের নানান দূর্নীতির চিত্র তুলে ধরা হয়েছে। এছাড়াও বিভিন্ন দপ্তরের নানা অনিয়মের কথা তুলে ধরেন বক্তারা। উল্লেখ্য যে নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক ইকবাল হোসেন,

হাফেজ এমরান রাজীব, হেকীম জামাল উদ্দিন, সাবেক ব্যাংক অফিসার অহিদুর রহমান। সেক্রেটারি হিসেবে এডভোকেট কুন্তলা সরকার। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান দুলাল।

আরো পড়ুন

আইন প্রয়োগে কোন রকম নমনীয়তা প্রদর্শন করা হবে না- ইউএনও মনোরঞ্জন বর্মন 

রিয়াজ ফরাজী, বোরহানউদ্দিন  ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন এবং নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *