পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ১ হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) মধ্যরাত ৩টায় পটুয়াখালী সদর থানাধীন টোলপ্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে হয় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ১ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। এসময় বাস চালক, সুপারভাইজার ও হেল্পারের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেয়া হয়।
জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানায় পটুয়াখালী কোস্ট গার্ড।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।