বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫

‎গৌরনদীর নলচিড়া ইউনিয়নে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।।

‎বরিশালের গৌরনদী উপজেলায় গণঅধিকার পরিষদ (জিওপি)–এর নলচিড়া ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দিয়েছে উপজেলা কমিটি।

মঙ্গলবার (৯ডিসেম্বর) গৌরনদী উপজেলা গণঅধিকার পরিষদ কার্যালয় থেকে এ সংক্রান্ত অনুমোদনপত্র প্রকাশ করা হয়।

‎উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন ও সাধারণ সম্পাদক মো. নিশান হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মো. রুবেল খানকে আহ্বায়ক এবং মো. সজিব মল্লিককে সদস্য সচিব করে মোট ৩১সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রণয়ন করে উপজেলা কমিটির নিকট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সাংগঠনিক কার্যক্রম সুদৃঢ় করতে নতুন কমিটিকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

‎গৌরনদী উপজেলায় গণঅধিকার পরিষদের রাজনৈতিক কর্মকাণ্ড গত এক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে ইউনিয়ন পর্যায়ে নতুন কমিটি গঠনকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন নেতাকর্মীরা।

আরো পড়ুন

শুক্রবার থেকে সারাদেশে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট

অনলাইন ডেস্ক নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে শুক্রবার (১২ ডিসেম্বর) মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচন কমিশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *