মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া :
বরিশালের বানারীপাড়ায় উপজেলা শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছে। ফখরুল সিদ্দিকী সম্রাট তালুকদারকে সভাপতি এবং আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট বানারীপাড়া উপজেলা শ্রমিক দলের নবগঠিত কমিটির অনুমোদন দেয়া হয়।
গত ৮ ডিসেম্বর বরিশাল জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল হক ফরাজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মারুফ ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয়তাবাদী শ্রমিক দলের বানারীপাড়া উপজেলা শাখার এ কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলো সিনিয়র সহ-সভাপতি শফিকুল আলম সেন্টু, সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল জলিল, আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী সিকদার প্রমুখ। বানারীপাড়া উজিরপুর উপজেলা বি এনপির ধানের শীষের মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু সরদারকে বিজয়ী করতে এই কমিটি সর্বাত্মক চেষ্টা করবে বলে নেতারা জানান।
নবনির্বাচিত কমিটির সভাপতি ফখরুল সিদ্দিকী সম্রাট তালুকদার জননেতা এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু সরদারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন আমরা আমাদের প্রতিটি নেতাকর্মী প্রিয় নেতার হাতকে শক্তিশালী করতে মাঠে নিরলস কাজ করে যাব। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন এত সুন্দর একটি কমিটি উপহার দেয়ায় আমাদের নেতা এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু সরদারকে উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
তিনি বলেন আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু সরদারকে বিজয়ী করে আমরা ঘরে ফিরব। নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপি,পৌর বি এন পি, উপজেলা ও পৌর যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।