বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫

 রমাগঞ্জে বিডিপি’র স্বেচ্ছাসেবক সমাবেশ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আজিম উদ্দিন খান, লালমোহন
ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে বুধবার (১০ডিসেম্বর ) সকালে বিডিপি’র স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সমাবেশ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমুদ্দিন) আসনের বিডিপি মনোনীত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোঃ নিজামুল হক নাঈম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “স্বেচ্ছাসেবকরাই একটি সমাজের শক্তি। উন্নয়ন, সংগঠন এবং মানুষের সেবায় যুবসমাজকে আরও এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কালমা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব কাজী মোঃ শাহে আলম। তিনি স্বেচ্ছাসেবকদের ভূমিকা, দায়িত্বশীলতা ও স্থানীয় উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় মাস্টার ট্রেইনার হিসেবে আলোচনা উপস্থাপন করেন অ্যাডভোকেট রহমত উল্যাহ সেলিম। তিনি দলীয় সংগঠন, মাঠপর্যায়ের কার্যক্রম ও স্বেচ্ছাসেবী দলের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
ইউনিয়ন সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিডিপি লালমোহন উপজেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ কামরুল ইসলাম এবং লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলমগীর হোসেন সোহাগ।
সমাবেশে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব, সংগঠনের শক্তি বৃদ্ধি এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আরো পড়ুন

তফসিলের আগেই রাজনৈতিক সহিংসতা; বাড়ছে উদ্বেগ-উত্তেজনা

ফাহিম ফিরোজ চলতি সপ্তাহেই ঘোষণা হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। আর তফসিল ঘোষণার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *