বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 32;

দুর্নীতিবিরোধী কবিতা গানে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নুর উল্লাহ আরিফ,
কায়েম করো সুনীতি, নিপাত যাক দুর্নীতি – এই শুভ প্রত্যয়ে নদীমাতৃক গণমাধ্যমকর্মীদের সংগঠন ভোলা দক্ষিণ প্রেসক্লাবের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ মঞ্চের ব্যবস্থাপনায় দুর্নীতি বিরোধী আলোচনা কথা কবিতা গানের বাহারি আয়োজনে ভোলার গণমাধ্যমকর্মীরা দুর্নীতিমুক্ত স্বদেশ গঠনের দৃপ্ত শপথ গ্রহণ করে।

৯ ডিসেম্বর ২০২৫ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে , লালমোহন টু ভোলা সড়কের দ্য হাঙরি স্পট আপটুডেট রেস্তোরাঁয়, বিকেল ৫ টায় অনুষ্ঠিত ভোলা দক্ষিণ প্রেসক্লাবের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুর্নীতি বিরোধী কবিতা গান শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য সাংস্কৃতিক সংগঠন গীতিচয়ন শিল্পীগোষ্ঠীর সভাপতি ও লালমোহন প্রেসক্লাব আহবায়ক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সমাজসেবক সোহেল আজীজ শাহীন।

ভোলা দক্ষিণ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি, লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ মঞ্চের সভাপতি সিনিয়র প্রভাষক কবি রিপন শান এর সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত প্রাণবন্ত এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক তরিকুল ইসলাম রণি। পবিত্র কোরআন এ কারিম থেকে তিলওয়াত করেন- লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ মঞ্চের সাধারণ সম্পাদক ও লালমোহন পূর্ব পাড়া জান্নতুল মাওয়া মসজিদের পেশ ইমাম মাওলানা রফিকুল ইসলাম।

বক্তব্য রাখেন- বদরপুর মহাবিদ্যালয়ের ইতিহাস প্রভাষক মোঃ মিরাজ হোসেন, ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সহ-সভাপতি হেলাল উদ্দিন নয়ন, সহ-সভাপতি ও জাতীয় দৈনিক আজকের পত্রিকার জনপ্রিয় সাংবাদিক সাইফুল ইসলাম আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দেশরূপান্তরের ভোলা জেলা প্রতিনিধি হাসিব ইশতিয়াক আহমেদ, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোরশেদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশ ও বাংলাদেশ বাণীর চরফ্যাশন প্রতিনিধি নুর উল্লাহ আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনটিভি অনলাইনের ভোলা দক্ষিণ প্রতিনিধি ইশ্রাফিল নাঈম, সদস্য- দৈনিক ভোলার বাণী প্রতিনিধি ও লালমোহন মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক মানবাধিকারকর্মী জাকির হোসেন জুয়েল , ভোলা দক্ষিণ প্রেসক্লাবের প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি তামীম সাদী মান্নান , সদস্য- দৈনিক আমার দেশ এর বোরহানউদ্দিন প্রতিনিধি মোহাম্মদ তামীম, মাতৃজগত টিভির লালমোহন প্রতিনিধি মাসুম বিল্লাহ জুয়েল এবং ভয়েস চট্টগ্রামের লালমোহন প্রতিনিধি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরিফ পন্ডিত।

মূল্যবান বক্তব্য রাখেন – লালমোহন প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সাবেক সহ-সভাপতি মোঃ মাহবুব আলম, দৈনিক গণমুক্তির ভোলা জেলা প্রতিনিধি ও সুজন দৌলতখান উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ, দৈনিক রূপালী বাংলাদেশের লালমোহন প্রতিনিধি ইব্রাহিম আকাশ , লালমোহন মিডিয়া ক্লাব সদস্য মোঃ হাসনাইন মুরাদ প্রমুখ।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন- কণ্ঠশিল্পী প্রবীর কুমার দে, রিপন শান, তুহিন বালা, মেহেদী হাসান এবং পর্ণা দে। কবিতা পাঠ করেন- কবি সোহেল আজীজ শাহীন, কবি রিপন শান এবং আবৃত্তিশিল্পী কাজী হাসানুল ইসলাম রিমন। কবিতার গান পরিবেশন করেন কবি কণ্ঠশিল্পী রিপন শান। শত গণমাধ্যমকর্মীর অংশগ্রহণে লালমোহনের অভিজাত রেস্তোরাঁ দ্য হাঙরি স্পট সেজেছিল অন্যরকম এক আনন্দ বাগানে ।

আরো পড়ুন

আইন প্রয়োগে কোন রকম নমনীয়তা প্রদর্শন করা হবে না- ইউএনও মনোরঞ্জন বর্মন 

রিয়াজ ফরাজী, বোরহানউদ্দিন  ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন এবং নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *