বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বিবৃতি দিয়ে উদ্দেশ্য স্পষ্ট করলো মুসলিম ইনস্টিটিউট কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক
বরিশাল সদর রোড সংলগ্ন নিজস্ব জমিতে ইসলামিক রিচার্স সেন্টার ও মসজিদ স্থাপন নিয়ে ব্যাখ্যা সহ বিবৃতি দিয়েছেন মুসলিম ইনস্টিটিউট কর্তৃপক্ষ। ইসলামিক রিচার্স সেন্টার ও জামে মসজিদ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও মাহমুদিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ওবাইদুর রহমান মাহবুব এর পাঠানো বিবৃতিতে বলা হয়েছে,
মুসলিম কৃষ্টি কালচার ও ধর্মীয় কাজ পরিচালনার জন্য ১৯৩৭ সালে শায়েস্তাবাদের জমিদার সৈয়দ মোয়াজ্জেম হোসেন মুসলিম ইনস্টিটিউট নামে বরিশাল মৌজা থেকে ৩৩ শতাংশ জমি দান করেন। যার এসএ খতিয়ান নং-৩০৪, এসএ দাগ নং-১৩৪/৮৮১।  ইতিপূর্বে মুসলিম ইনস্টিটিউট কর্তৃপক্ষ মসজিদ ও ইসলামিক রিসার্চ সেন্টার স্থাপন সহ সমাজ কল্যাণমূলক কাজ করার উদ্যোগ গ্রহণ করে বিভিন্ন সময় বাধাগ্রস্থ হয়েছে।
সম্প্রতি উক্ত ট্রাস্টের জমিতে মুসলিম ইনস্টিটিউট জামে মসজিদ নির্মাণ করে নিয়মিত নামাজ আদায় করা শুরু হয়। অতি দুঃখজনক বিষয় হলো রাতের আধারে একটি মহল সেই মসজিদ ঘরটি ভেঙ্গে নিয়ে যায়। পরবর্তীতে পুনরায় মসজিদটি তৈরি করা হয়। কিন্ত সেই অবকাঠামোটিও রাতের আধারে ভেঙ্গে ফেলা হয়। প্রকাশ থাকে যে, উক্ত জায়গা একটি ক্লাবের নামে মাদকসহ বিভিন্ন অনৈতনিক কাজে ব্যবহার করে আসছিল। এসব প্রকাশিত হলে তৎকালীন মেয়রের নির্দেশে বরিশাল সিটি কর্পোরেশন ক্লাবটি ভেঙে দেয়।
জমি দাতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন উক্ত জায়গাটি দান করেছেন ইসলামিক রিসার্চ সেন্টার ও কালচার পরিচালনার জন্য। কিন্তু বর্তমানে দানকৃত স্থানে কোন ইসলামিক কার্যক্রম পরিচালিত হয়না। এর প্রেক্ষিতে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতাকে সাথে নিয়ে উক্ত স্থানে মসজিদ ও ইসলামিক রিচার্স সেন্টার স্থাপন ও সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করা হয়।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *