শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

৭ দফা বাস্তবায়নে পিরোজপুরে জামায়াতের বিক্ষোভ”

পিরোজপুর প্রতিনিধি।।
গতকাল ১৬ জুলাই বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌরসভার উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয় যা ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে মিছিলটি পরিচালিত হয়। পৌর জামায়াতের আমীর ইসহাক আলী খানের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ অন্যান্য নেতা-কর্মীরা।
মিছিলটি বিকাল ৫টায় পৌর জামায়াত কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় মসজিদ এলাকা, বিলাস চত্বর, ফলপট্টি ও স্বর্ণকারগলি হয়ে পৌর ভবন অতিক্রম করে কৃষ্ণচূড়া মোড়ে শেষ হয়। এই বিভিন্ন স্লোগানে মুখরিত হয় চারপাশ।
পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক বলেন, “১৯ তারিখে জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত জাতীয় সমাবেশ কে সফল করার লক্ষ্যে আমাদের আজকের এই মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।”
এসময় তিনি আরও বলেন, “আজকে আবু সাঈদের শহীদ দিবস ছিল কিন্তু ডিসি অফিসের প্রোগ্রামে অনেক সরকারি কর্মকর্তাকে আমরা দেখতে পাইনি তারা কেন আজকে উপস্থিত ছিল না সে বিষয়ে আমরা কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে দাবি জানাই।”
মিছিলে অংশগ্রহণ করেন আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, সদর সেক্রেটারি রাকিবুল হাসান, ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান এবং ইমরানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করে মহাসমাবেশের সফলতার প্রত্যয় ব্যক্ত করেন।
এভাবে পিরোজপুর শহরে রাজনৈতিক আন্দোলনের মুখরিত হচ্ছে, সংগঠনের নেতারা ১৯ জুলাইয়ের মহাসমাবেশে মানুষের অংশগ্রহণ ও উজ্জীবনের আহ্বান জানান।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *