আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস–২০২৫ উপলক্ষে জাতীয় মানবাধিকার ইউনিটি আগৈলঝাড়া উপজেলা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি বর্ণনা তৈরি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
এ বছরের মানবাধিকার দিবসের প্রতিপাদ্য, “মানবাধিকার: আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার ইউনিটির উপজেলা কমিটির সহ-সভাপতি সৈয়দ রুহুল আমিন (আরজু)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব তপন বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় মানবাধিকার ইউনিটির উপজেলা সাধারণ সম্পাদক সৈয়দ পারভেজ আহমেদ রাজিব।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কাজী মনিরুজ্জামান, সাইফুল ইসলাম বেল্লাল, সৈকত সরকার, মানিক হাওলাদার, রাজির হোসেন মোল্লা, তরিকুল ইসলাম, দীপক কর্মকার, সুশিল সদ্দার, মোঃ মিন্টু সরদার, মোহাম্মদ ওলিউল্লাহ হাওলাদার, মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা শুধু রাষ্ট্রের নয়, প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে মানবাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। দিনব্যাপী এই আয়োজনে মানবাধিকার সুরক্ষায় নতুন প্রজন্মকে সচেতন ও উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।