বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫

বরিশালের বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক ভাবনা শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বরিশাল নগরীতে বাড়ছে দূষণ। এই সংকট শহরের আবাসিক এলাকার চেয়ে বস্তি এলাকাগুলোতে বেশি। তাই সংকট নিরসনে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন। এর জন্য সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন সভার বক্তারা।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরিশাল এর আয়োজনে বৃহস্পতিবার দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের সভাকক্ষে “বরিশালের বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক ভাবনা” নিয়ে শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারি।

এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল বেলার বিভাগীয় সমন্বয়কারী লিঙ্কন বায়েন, পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইনজীবী, এনজিও কর্মী, গণমাধ্যমকর্মী, সচেতন নাগরিক, সুশীল সমাজের প্রতিনিধিরা। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রান এবং নেট বেলার নির্বাহী পরিচালক রফিকুল আলম। সভাপতিত্ব করেন বেলা নেটওয়ার্কের সদস্য রনজিৎ দত্ত।

সভায় প্রধান অতিথি বলেন, “বর্জ্যের ফলে নগরের নিম্নআয়ের মানুষ ও বস্তিবাসীদের নানারকম সমস্যায় ভুগতে হয় সারাজীবন। বর্জ্যের কারণে বিভিন্ন রকমের রোগ ও সমস্যাকে চিহ্নিত করা হয়েছে।” তিনি আরও বলেন, “বরিশাল শহরে বর্জ্য সমস্যা সমাধান করতে চাইলে বস্তিবাসীর উন্নয়ন ছাড়া সম্ভব না।”

তিনি বলেন, “বর্জ্য সমস্যা সমাধান করতে চাইলে সবার প্রথমে বর্জ্যকে কিভাবে সম্পদে রূপান্তর করা যায়, তা নিয়ে ভাবতে হবে।” পাশাপাশি নগরের পরিচ্ছন্নতা রক্ষায় নাগরিকদের সচেতনতার প্রয়োজন সবচেয়ে বেশি।

আরো পড়ুন

‎গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

‎সোলায়মান তুহিন, গৌরনদী ‎বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ–২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *