শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 116.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সাহেবের হাট বাজার ব্যবসায়ীর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে অ্যাড হেলাল

যোবায়ের হোসাইন, বন্দর প্রতিনিধি
বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন উত্তর বিশারদের স্থানীয় বাসিন্দা মো.সুলতান হাওলাদর (৮০)এর মৃত্যুতে গভীর শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসেন হেলাল।

শুক্রবার (১২ ডিসেম্বর ) সকাল ৬ টায় মৃত্যুবরন করেন সাহেবের হাট বাজার ব্যাবসায়ী সুলতান হাওলাদার। তার মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে আসেন মুয়াযয্ম হোসাইন হেলাল, পরিবারের খোঁজখবর নেন সকলকে ধৈর্য্য ধারণ করতে বলেন। এবং পরিবারের সকলকে ডেকে মৃত্যু ব্যাক্তির জন্য দোয়া মোনাজাত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরীর শুরা সদস্য শামীম কবির, সদর উপজেলার নায়বে আমির ইসমাইল হোসেন নেছারী, মাওলানা ইউসুব আলী গাজী ও মাষ্টার আলী আশ্রাবসহ স্থানীয় নেতৃব‍ৃন্দ।

আরো পড়ুন

বিলবোর্ড নামিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন দাঁড়িপাল্লার প্রার্থী

নিজস্ব প্রতিবেদক নির্বাচনী আচরণবিধি রক্ষায় নিজ হাতে নিজের বিলবোর্ড নামিয়ে দৃষ্টান্ত স্থাপন করছেন বরিশাল-৫ (সদর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *