বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

কুয়াকাটায় পৌর বিএনপির নির্বাচনী প্রচারণা

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর
পটুয়াখালীর কুয়াকাটায় ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে পৌর বিএনপির নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করেছেন। বৃহস্পতিবার সকালে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল এর নেতৃত্বে পৌর বাসস্ট্যান্ড সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বাসা বাড়িতে ৩১ দফা বাস্তবায়ন সহ আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেয়ার আহবান জানান বিএনপি নেতৃবৃন্দ।
এসময় পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি আলী হায়দার শেখ, সাধারণ সম্পাদক রেদোয়ান ইসলাম রাশেল, পৌর বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন এতে অংশগ্রহন করে।
এদিকে কুয়াকাটা পৌর কৃষক দলের সভাপতি আলী হোসেন খন্দকার এর নেতৃত্বে পৌর এলাকার ২ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ সহ বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালান। এ সময় ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রাম ডা: জিএম গনি সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহ সভাপতি জসিম উদ্দিন বাবুল ভূইয়ার নেতৃত্বে পৌর এলাকার প্রতিটি বাসা বাড়িতে লিফলেট বিতরণ করেন।
এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পটুয়াখালী-৪ আসনের ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এর নির্দেশে ৩১ দফা বাস্তবায়ন সহ আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে তারা মাঠে নেমেছেন।
কৃষক দলের সভাপতি আলী হোসেন খন্দকার বলেন, আমরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে এবিএম মোশাররফ হোসেন, তারেক রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ছালাম পৌঁছে দেয়া সহ আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেয়ার আহবান জানিয়েছি। এতে ব্যাপক সারা মিলেছে।
আগামী নির্বাচনে ভোটাররা বিএনপিকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তফসিল ঘোষণার আগ মুহূর্তে বিএনপি ও অংগ সংগঠন নেতৃবৃন্দ শহর থেকে গ্রাম সব জায়গায় প্রচার প্রচারণা চালিয়ে আসছে।

আরো পড়ুন

মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু নুরের

পটুয়াখালী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *