শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
oplus_2

চরকাউয়া খেয়াঘাট ইজারা দেয়ার চক্রান্ত প্রতিহত করবে পূর্বাঞ্চলবাসী

চরকাউয়া খেয়াঘাট ইজারা দেওয়ার যে কোনো চক্রান্ত পূর্বাঞ্চলবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় বরিশাল লঞ্চঘাটের সম্মুখে ‘আমরা বরিশাল সদর উপজেলা পূর্বাঞ্চলবাসী’-এর উদ্যোগে চরকাউয়া খেয়াঘাট ইজারা দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কর্মসূচিতে সর্বস্তরের জনগণসহ মাঝি-মাল্লারা অংশগ্রহণ করেন। এসময় রহমাতুল্লাহ বলেন, বরিশাল সদর উপজেলার পূর্বাঞ্চলে প্রায় দুই লাখ মানুষ এই খেয়াঘাট থেকে নির্বিঘ্নে যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে।  পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন প্রয়োজনে শহর ও পূর্বাঞ্চলের মধ্যে প্রতিদিন লক্ষাধিক মানুষ স্বল্প খরচে ট্রলারযোগে যাতায়াত করে আসছেন।
দীর্ঘদিন ধরে এই খেয়াঘাট সাধারণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ও জনবান্ধব যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করছে। তিনি বলেন, একটি কুচক্রী মহল সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াতকে পুঁজি করে হঠাৎ করে খেয়াঘাট ইজারা দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে নিজেদের পকেট ভারী করে লাভবান হওয়া। এই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তা জনদুর্ভোগ বাড়াবে এবং ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। মানববন্ধনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চরকাউয়া খেয়াঘাটে ইজারা দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা জনগণ মেনে নেবে না। প্রয়োজনে পূর্বাঞ্চলবাসী ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলেও জানান বিএনপি’র কেন্দ্রীয় এ নেতা। এদিকে মানববন্ধন শেষে আন্দোলনকারীরা অবিলম্বে ইজারা প্রক্রিয়া বাতিল করে খেয়াঘাটকে জনস্বার্থে আগের মতো পরিচালনার দাবি জানান।
বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্বা ইসরাইল পণ্ডিতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ,  চাঁদপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোকলেচুর রহমান,  চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মামুন সরদার গণী, চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতা শাহাবুদ্দিন স্বপন ও সাবেক যুগ্ন আহবায়ক আব্দুস সালাম মিয়া, ইউনিয়নের সাবেক সদস্য সচিব সালাম তালুকদার, চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান, চরমোনাই ইউনিয়ন বিএনপি নেতা মোসলেম উদ্দিন, চাঁদপুরা ইউনিয়ন বিএনপি নেতা আবুল খায়ের মো: জলিল, ইব্রাহিম ঢালী, ফারুক হোসেন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাহাত তালুকদারসহ সদর উপজেলার পুর্বাঞ্চলের অসংখ্য সাধারণ মানুষ। এছাড়াও উপস্থিত ছিলেন ‘চরকাউয়া মাঝি মাল্লা সমবায় সমিতি’র উপদেষ্টা মিয়া মোঃ মোঃ আব্দুস সালাম, সভাপতি সাজ্জাদ হোসেন,  সাধারণ সম্পাদক আওলাদ হোসেনসহ অন্যান্য মাঝি-মাল্লারা।

আরো পড়ুন

‎বরিশাল ১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীর কর্মসূচিতে বোমা হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *