রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

নলছিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

এনামুল হক সিকদার।।

১৪ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চেষ্টা চালিয়েছিল। এই শোকাবহ দিনটি স্মরণে ঝালকাঠির নলছিটি উপজেলায় শহীদ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

সকালে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর এক আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন মুক্তিযুদ্ধের বুদ্ধিবৃত্তিক যোদ্ধা। তাদের আত্মত্যাগ জাতিকে নতুন করে অনুপ্রাণিত করে। বক্তারা শহীদদের স্মৃতি রক্ষা এবং তাদের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ডারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাতির এই শোকের দিনে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

আরো পড়ুন

‎গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে আলোচনা সভা

‎সোলায়মান তুহিন।। ‎মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বেদনাবিধুর ও গৌরবোজ্জ্বল অধ্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরিশালের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *