সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

সবুর মেম্বারের বিরুদ্ধে চাঁদাবাজি, নির্যাতন ও দখলবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

নিজেস্ব প্রতিবেদক বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সবুর মেম্বার ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজি, নারী নির্যাতন, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি দখল, মিথ্যা মামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বরিশালে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।

রোববার (১৪-১২-২৫)তারিখ বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করা হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির সমর্থক এবং গণতন্ত্র ও ন্যায়বিচারের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের পাঁচ ইউনিয়নের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না।

অভিযোগ করা হয়, গত ৫ আগস্টের পর থেকে সবুর মেম্বারের নেতৃত্বে চাঁদাবাজি, নারী নির্যাতন, ২০০ বছরের পুরোনো হিন্দু বাড়ি দখল, সরকারি ৯ একর জমির গাছ বিক্রির অর্থ আত্মসাৎ, খেয়াঘাট দখল, ট্রলার লুট, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, থানায় পুলিশের সামনে ছাত্রপ্রতিনিধিদের ওপর হামলা, গরিবদের সরকারি সহায়তা আত্মসাৎ, স্কুল কমিটি দখল, প্রবাসীদের অর্থ আত্মসাৎ ও অটোরিকশা দিয়ে চাঁদা উত্তোলনসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে, যা এখনো অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত বছরের ৫ আগস্ট সবুর মেম্বারের নেতৃত্বে একদল সন্ত্রাসী ভুক্তভোগীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে নির্মমভাবে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পরবর্তীতে জোরপূর্বক তার মালিকানাধীন দুটি ট্রলার ছিনিয়ে নিয়ে বিক্রি করে দেওয়া হয়। এ ঘটনায় তার ছেলে মো. মামুন ফরাজি বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন (সিআর কেস নং-৩০৬/২৫, বানারীপাড়া)।

এছাড়া অভিযোগ করা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সবুর মেম্বার ডিগ্রি পাসের ভুয়া সনদ ব্যবহার করে বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির পদ দখল করেন। এ বিষয়ে লিখিত অভিযোগের পর তদন্ত করে বরিশাল শিক্ষা বোর্ড ভুয়া সনদের সত্যতা পায় এবং তাকে সভাপতির পদ থেকে অপসারণ করে।

এর জের ধরে ক্ষিপ্ত হয়ে সবুর মেম্বার ও তার সহযোগীরা ভুক্তভোগী পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর অংশ হিসেবে গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখে একজন নারীকে ব্যবহার করে মো. মামুন ফরাজির বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশে ১ নভেম্বর ২০২৫ তারিখে মামলাটি থানায় এজাহার হিসেবে রেকর্ড করা হয় (বানারীপাড়া থানা মামলা নং-০২, জিআর-১৫৯/২০২৫)।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার সুষ্ঠু তদন্তপূর্বক অব্যাহতি, সবুর মেম্বারসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারটি জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।

আরো পড়ুন

‎গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে আলোচনা সভা

‎সোলায়মান তুহিন।। ‎মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বেদনাবিধুর ও গৌরবোজ্জ্বল অধ্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরিশালের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *