আযাদ আলাউদ্দীন ।।
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশী সাংস্কৃতিক জোটের আয়োজনে বরিশালে সম্পন্ন হলো দুই দিনব্যাপী আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠান।
১৬ ডিসেম্বর মঙ্গলবার রাতে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে কবিতা আবৃত্তি, দেশের গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
সমাপনী দিবসে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার। সভাপতিত্ব করেন বাংলাদেশী সাংস্কৃতিক জোটের আহবায়ক এসএম সাব্বির নেওয়াজ সাগর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়েদুল হক চান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, বাংলাদেশী সাংস্কৃতিক জোটের যুগ্ম আহবায়ক ও অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মাহবুবুল হক, বাংলাদেশী সাংস্কৃতিক জোটের সদস্য সচিব ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশী সাংস্কৃতিক জোরে যুগ্ম আহবায়ক ও শেকড় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি পথিক মোস্তফা।
প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। সভাপতিত্ব করেন বরিশাল সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মুহাম্মাদ আতিকুল্লাহ। সঞ্চালনা করেন বাংলাদেশী সাংস্কৃতিক জোটের সদস্য সচিব আযাদ আলাউদ্দীন।
আলোচক ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ আলাতফ উদ্দিন আহমেদ, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মাহবুবুল হক, বাংলাদেশী সাংস্কৃতিক জোট বরিশাল এর আহবায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর, ন্যাশনাল ডক্টরস ফোরামের বরিশাল জেলা সেক্রেটারি ডাঃ কে এম জাহিদুল ইসলাম।
স্বরচিত কবিতা আবৃত্তি করেন শেকড় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি পথিক মোস্তফা ও জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবি মাহবুব রহমান ।
দুদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনায় অংশ নেয় জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা- জাসাস, বরিশাল সংস্কৃতি কেন্দ্র, বরিশাল সাংস্কৃতিক সংসদ, হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী, বর্ণ একাডেমি, সূচনা সাংস্কৃতিক সংসদ, শেকড় সাহিত্য সংসদ, বর্ণমালা কালচারাল একাডেমি, বাকলা নাট্য মঞ্চ, জাতীয় কবিতা পরিষদ, সুফিয়ানা নাশিদ গ্রুপ, কন্ঠশীলন একাডেমি, স্রোত আবৃত্তি সংসদ ও মুক্তবুলি পাঠক ফোরামসহ বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।