বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের ব‌রিশাল-ভোলা মহাসড়ক অবরোধ

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে স্বতন্ত্রতা নিশ্চিতের এক দফা দাবিতে বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪জুলাই) বেলা ১১টায় বরিশাল-ভোলা মহাসড়কের ওপর প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে করে সড়কের  দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

বিক্ষোভ সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে একটি কার্যকর, টেকসই ও স্বায়ত্তশাসিত কমিশন গঠন এবং প্রতিটি সরকারি প্রকৌশল কলেজের একাডেমিক স্বতন্ত্রতা ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে সময়োপোযোগী ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, তাদের দা‌বি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, প্রয়োজনে ঢাকা অভিমুখে লং মার্চ, আমরণ অনশন কর্মসূচি‌ও পালন করবেন তারা।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *