মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

বরিশালে ৭০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক।।

মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর মঙ্গলবার বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৭০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমান প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, মুক্তিযুদ্ধ হচ্ছে অবশ্যম্ভাবী বাস্তবতা। এটার কোন বিকল্প হয় না। মুক্তিযুদ্ধ সংগঠিত না হলে জাতি এখনো অর্থনৈতিক বৈষম্য, অত্যাচার ও নিপীড়নের হাত থেকে মুক্তি লাভ করতে পারতো না। অত্যাচারের বিরুদ্ধে অকুতোভয়, সাহসী, নির্ভীক ও জাতির শ্রেষ্ঠ সন্তানরা অস্ত্রধরে বাঙালি জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দেন। এসময় তিনি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন দেশ গঠনে নেতৃত্ব দেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি দেশের জনগণকে একটি উৎসবমূখর নির্বাচন উপহার দিতে সরকার বদ্ধপরিকর। সেক্ষেত্রে আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমেই দেশ কিভাবে চলবে সেটা নির্ধারণ করবেন। মুক্তিযোদ্ধারা যেভাবে দেশের ক্রান্তিলগ্নে জাতির ভবিষ্যৎ রক্ষায় এগিয়ে এসেছিলেন, আসন্ন নির্বাচনেও দেশের কর্ণধার নির্ধারণে সেভাবে আপনারা এগিয়ে আসবেন। এসময় তিনি সকলকে দায়িত্বশীল ও সচেতনভাবে ভোট প্রদানের আহ্বান জানান।

জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, পুলিশ সুপার ফারজানা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ ও এবায়দুল হক চান বিশেষ অতিথির বক্তৃতা করেন। এসময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

আরো পড়ুন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে হিজলায় আলোচনা সভা

কাজল দে হিজলা প্রতিনিধি।। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরিশালের হিজলা উপজেলায় আলোচনা সভা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *