নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা হাডুডু প্রতিযোগিতা। ১৬ ই ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় কলেজ মাঠে দিবসটির তাৎপর্যকে সামনে রেখে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শিক্ষক পরিষদের আয়োজিত এই প্রতিযোগিতায় অধ্যক্ষ একাদশ বনাম উপাধ্যক্ষ একাদশ দল মুখোমুখি হয়।
হাডুডু প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ হারুন অর রশিদ হাওলাদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আখতারুজ্জামান খান। এছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও আত্মত্যাগের স্মরণ করিয়ে দেয়। এমন ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠিত হাডুডু প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলদুটো চমৎকার নৈপুণ্য ও কৌশলের পরিচয় দেয়। খেলায় দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।উক্ত খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উপাধ্যক্ষ একাদশ।
আয়োজকরা জানান, মহান বিজয় দিবসের চেতনা ছড়িয়ে দিতে এবং যুব সমাজকে খেলাধুলায় আগ্রহী করে তুলতেই এই হাডুডু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।