বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল -৩ (বাবুগঞ্জ মুলাদী) আসনের গনঅধিকার পরিষদের এমপি প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন বলেছেন, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে নদী ভাঙ্গন স্থায়ীভাবে রক্ষা করা হবে। বাবুগঞ্জ মুলাদী উপজেলায় যে কয়টি নদী আছে সব কয়টি তে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হবে।
আমাদের গনঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর আমাকে নির্বাচন করতে বলেছেন। আপনার জানেন ভিপি নুরুল হক নুরের বাড়ি দক্ষিণাঞ্চলে। সে আমাকে আশ্বাস দিয়েছেন বরিশালের জন্য ভালো কিছু হবে।
তিনি বলেন, আমাদের বিভিন্ন পরিকল্পনা আছে। আমি বিদেশে ব্যবসা করি। আমি রাজনীতি করতে এসেছি দেশের জন্য কিছু করতে। আমি একা কিছু করতে পারবো না তাই রাজনীতির প্লাটফর্মের মাধ্যমে করতে চাই। আমার পরিকল্পনার মধ্যে প্রথমে বাবুগঞ্জ মুলাদীতে একটি পাওয়ার প্লান্ট করা হবে। যেখানে বাবুগঞ্জ-মুলাদীর ২ হাজার বেকার যুবসমাজ জন্য কর্মসংস্থানের সৃষ্টি হবে। যাতে যারা বেকার আছে তারা তাদের নিজস্ব কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। পাওয়ার প্লানটি করা হলে বেকারত্ব দূর হবে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের হলরুমে উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা তিনি এসব কথা বলেন।
ফারদিন ইয়ামিন আরো বলেন, বাবুগঞ্জ মুলাদীর মানুষ চিকিৎসার ক্ষেত্রে অনেক পিছিয়ে। তেমন কোনো ভালো হাসপাতাল নেই দুই উপজেলায় একটিও। আমি বাবুগঞ্জে বড় ধরনের একটা হাসপাতাল করতে চাই । যেখানে উন্নত মানের চিকিৎসা সেবা প্রদান করা হবে। আমরা অনেক সময় দেখি গর্ভবতী নারীরা সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারেনা। হাসপাতালে আনা নেওয়ার জন্য উন্নত মানের এ্যাম্বুলেশন থাকবে যাতে কোন রোগী অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা যায়। আমাদের আধুনিক অ্যাম্বুলেন্স মাধ্যমে উন্নত মানের প্রযুক্তি থাকবে যাতে সেখানে বসে চিকিৎসা প্রদান করা যায়”।
বাবুগঞ্জ উপজেলা গনঅধিকার পরিষদের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা শাখার গণঅধিকার পরিষদ এর সভাপতি মোঃ শামিম রেজা, সাধারণ সম্পাদক এইচএম হাসান, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, জেলা যুব অধিকারের সাধারণ সম্পাদক রাজন মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার, উপজেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিএম ইব্রাহিম ,সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক আল-আমিনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।