বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 33;

এক বছরে বরিশালে ৩৩৩৭ কোটি টাকার ঋণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

দেশের দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে চার দশকেরও বেশি সময় ধরে কাজ করে আসা দেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশা’র সার্বিক কার্যক্রম নিয়ে বরিশাল বিভাগীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) বরিশাল সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আশা বরিশাল ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জাকির হোসেন ও বরিশাল সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন খলিফা। আশা’র সার্বিক কর্মসূচি উপস্থাপন করেন সিনিয়র অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. জালাল উদ্দিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন আঞ্চলিক ব্যবস্থাপক দীপক চক্রবর্তী।

সভায় জানানো হয়, অনুদানমুক্ত ও নিজস্ব সম্পদনির্ভর ব্যয় সাশ্রয়ী নীতিতে পরিচালিত আশা’র ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে বর্তমানে দেশের প্রায় ৭০ লাখ পরিবার উপকৃত হচ্ছে, যার মধ্যে ৯০ শতাংশই নারী। ক্ষুদ্রঋণ ছাড়াও এমএসএমই, কৃষি, স্যানিটেশন ও শিক্ষা ঋণসহ সঞ্চয় ও রেমিটেন্স সেবা দিয়ে আসছে সংস্থাটি।

আশা’র কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) কার্যক্রমের আওতায় প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষা বৃত্তি, ফিজিওথেরাপি সেবা, শীতবস্ত্র বিতরণ ও স্যানিটেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি আশা বিশ্ববিদ্যালয় ও আশা-ম্যাটসের মাধ্যমে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা প্রদান করা হচ্ছে।

বরিশাল বিভাগে বর্তমানে ২০০টি ব্রাঞ্চের মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরে ৪ লাখ ২৩ হাজার ৮৬৬ জনকে ৩ হাজার ৩৩৭ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। আগামী ২০২৫-২৬ অর্থবছরে ৪ লাখ ৪৫ হাজার জনকে ৩ হাজার ৩৭০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া চলতি অর্থবছরে বীমা দাবি পরিশোধ বাবদ ২ হাজার ২৩৮ জনকে ১ কোটি ৪৬ লাখ টাকা, অবসর ভাতা হিসেবে ৪৬ জনকে ৬ লাখ ২০ হাজার টাকা, চিকিৎসা সহায়তায় ৭৭৯ জনকে ১৩ লাখ ১২ হাজার টাকা এবং মৃত্যুজনিত দাফন-কাফন সহায়তায় ৬৭৩ জনকে ৩৩ লাখ ৬৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ বলেন, “দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে আশা যে ভূমিকা রেখে চলেছে, তা প্রশংসার দাবি রাখে। সমাজ উন্নয়নে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আমরা প্রত্যাশা করি।”

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *