আজিম উদ্দিন খান, লালমোহন
ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন সংসদীয় আসনে আজ ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুই দলের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থীর ফরম সংগ্রহ করা হয়েছে। এই আসনের সহকারী রিটার্নিং অফিসার ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ থেকে এই ফরম সংগ্রহ করা হয়।
বিএনপির মনোনীত প্রার্থী ছয়বারের নির্বাচিত সাবেক এমপি ও মন্ত্রী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের পক্ষে উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই ফরম সংগ্রহ করেন।
অপর দিকে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মনোনীত ও জামায়াতে ইসলামীর সমর্থিত বিডিপি’র কেন্দ্রীয় সদস্য সচিব ফুলকপি প্রতিকের প্রার্থী মোঃ নিজামুল হক নাঈম নিজেই তার ফরম সংগ্রহ করেন।
এসময় তার সাথে জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা আখতার উল্লাহ, জেলা অফিস সম্পাদক রহমত উল্লাহ সেলিম, উপজেলা আমীর মুহাদ্দিস আব্দুল হকসহ জামায়াতে ইসলামীর উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিএনপির প্রতিনিধি দলে পৌর কমিটির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহিনসহ কর্মরত সংবাদকর্মীরা ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।