চরফ্যাশন প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-০৪ (চরফ্যাশন–মনপুরা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ও ইসলামি আন্দোলন বাংলাদেশের দলীয় মনোনীত প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
গতকাল সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিস হতে নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আলীম উদ্দিনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম দুটি সংগ্রহ করেন চরফ্যাশন উপজেলা বিএনপি এবং ইসলামি আন্দোলনের উপজেলা নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক , সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মালতিয়া, সহ-সভাপতি কয়ছর আহমেদ কমল, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, মীর শাহাদাত হোসেন ছায়েদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির সিকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল প্রমুখ।
এদিকে ইসলামি আন্দোলনের প্রার্থীর পক্ষে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করার সময় উপস্থিত ছিলেন দলীয় প্রার্থী প্রফেসর এএমএম কামাল উদ্দিন, ভোলা জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার উপদেষ্টা আলহাজ আলাউদ্দিন তালুকদার, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ আলহাজ্ব হযরত মাওলানা মুফতি নুর উদ্দিন প্রমুখ।
উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে উভয় দলের নেতা কর্মীরা সাংবাদিকদের সাথে আলাপকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ দলের বিজয়ের ব্যাপারে তারা আশাবাদ ব্যক্ত করেন তারা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।