বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

‎‎গৌরনদীতে ভ্যানচালক মঞ্জু বেপারী হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

‎সোলায়মান তুহিন, গৌরনদী //
‎বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় ভ্যানচালক মঞ্জু বেপারী (৫০) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টায় এ কর্মসূচি পালন করা হয়।

‎উল্লেখ্য, গত শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পূর্ব কাসেমাবাদ এলাকায় নিজ বাড়ির কাছাকাছি ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন নির্জন স্থানে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মঞ্জু বেপারীর পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় তার ভ্যানের ওপর ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আশ্চর্যের বিষয় হলো, তার কাছে থাকা নগদ এক হাজার ষাট টাকা অক্ষত থাকলেও ব্যক্তিগত ব্যবহৃত মোবাইল ফোনটি ঘটনাস্থল থেকে উধাও ছিল।

‎স্থানীয়রা তার চিৎকার শুনে দ্রুত উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. টিপু সুলতান তাকে মৃত ঘোষণা করেন। নিহত মঞ্জু বেপারী পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে।

‎এই হত্যাকাণ্ডকে একটি সুপরিকল্পিত খুন বলে দাবি করে নিহতের পরিবার ও স্বজনরা। ঘটনার ৭২ ঘণ্টা পার হলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। এরই প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত কাশেমাবাদ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

‎এ সময় প্রায় তিন কিলোমিটারজুড়ে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার বাস ও অন্যান্য যানবাহনে থাকা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে ছুটে যান গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল।

‎তিনি বিক্ষুব্ধ এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত চলছে এবং খুব দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে। পুলিশের এই আশ্বাসের পর এলাকাবাসী মানববন্ধন ও অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

‎এর আগে হত্যাকাণ্ডের খবর পেয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মো. আনসার উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

‎ভ্যানচালক মঞ্জু বেপারী হত্যাকে কেন্দ্র করে পুরো কাশেমাবাদ ও আশপাশের এলাকায় এখনো চরম আতঙ্ক ও চাপা উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *