আল-আমিন, বাউফল //
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে জমে উঠেছে নির্বাচনী পরিবেশ। এরই ধারাবাহিকতায় আজ বুধবার দুপুরে বাউফল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
সকাল থেকেই বাউফলের বিভিন্ন ইউনিয়ন থেকে সাধারণ জনগণসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপজেলা সদরে জড়ো হতে থাকেন। পরে উপজেলা জামায়াতের কার্যালয় থেকে দোয়া ও মোনাজাত শেষে একটি সুসংগঠিত বহরের মাধ্যমে ড. শফিকুল ইসলাম মাসুদ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং দলীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। মনোনয়নপত্র সংগ্রহ শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “বাউফলবাসী দীর্ঘদিন ধরে সুশাসন ও প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা কেবল ক্ষমতার পরিবর্তন চাই না, বরং ইনসাফভিত্তিক সুশাসনের মাধ্যমে বাউফলকে একটি মডেল উপজেলায় রূপান্তর করতে চাই। মানুষের ভোটাধিকার নিশ্চিত হলে ইনশাআল্লাহ বাউফলের জনগণ সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্বকেই নির্বাচিত করবে।”
তিনি আরও বলেন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের আধুনিকায়নে জামায়াতে ইসলামী সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং নৈতিক ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠা করাই তার মূল অগ্রাধিকার। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ বাউফলবাসী আগামীর নেতৃত্ব হিসেবে সৎ, দক্ষ, যোগ্য, শিক্ষিত ও মানবিক নেতৃত্বকে বেছে নেবে।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসহাক, পটুয়াখালী জেলা জামায়াতের আমির এডভোকেট নাজমুল আহসান, জেলা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম আল কায়সারী, জেলা ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নূর, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ানসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।