বাকেরগঞ্জ প্রতিনিধি //
বরিশালের বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সহ- সভাপতি ও দৈনিক সংগ্রামের বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি হাফেজ মোঃ খলিলুর রহমান ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তার মৃত্যু হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দ্রুতই তাঁর মরদেহ নিজ বাড়ি কলসকাঠীতে নিয়ে আসা হবে।
বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান বলেন, তার এ অকাল মৃত্যুতে বাকেরগঞ্জ প্রেসক্লাব গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবার-পরিজনকে এই শোক সইবার তাওফিক দান করুন।
হাফেজ মো. খলিলুর রহমান সাংবাদিকতা অঙ্গনে একজন পরিচিত ও সম্মানিত মুখ ছিলেন।
স্থানীয় সংবাদ সংগ্রহ ও জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকার জন্য তিনি সহকর্মী ও পাঠকদের কাছে সমাদৃত ছিলেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।