বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

শহীদ হাদির স্মরণে ঝালকাঠিতে গ্রাফিতিতে প্রতিবাদের ভাষা

ঝালকাঠি প্রতিনিধি //
শরীফ ওসমান হাদির স্মরণে ও তাঁর হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে ঝালকাঠিতে দেয়ালজুড়ে প্রতিবাদের ভাষা ফুটে উঠেছে। গ্রাফিতি ও দেয়াল লিখনের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তাঁর আদর্শ ও সংগ্রামের কথা তুলে ধরতে এই কর্মসূচি পালন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৪ ডিসেম্বর) থেকে ঝালকাঠিতেও এ কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী ঝালকাঠি সরকারি মহিলা কলেজের দেয়ালে গ্রাফিতি অঙ্কন করেন তরুণ শিল্পী ও স্বেচ্ছাসেবকরা। একই সঙ্গে পৌর শহরের মিনি পার্ক এলাকাতেও পৃথকভাবে দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, শহীদ হাদির রাজনৈতিক দর্শন, সংগ্রাম ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থানকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। গ্রাফিতিগুলোতে স্বাধীনতা, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা তুলে ধরা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো একদিনের কর্মসূচি নয়। ধারাবাহিকভাবে ঝালকাঠি সরকারি কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে গ্রাফিতি ও দেয়াল লিখন করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলার অন্যতম সংগঠক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, “এই গ্রাফিতি শুধু স্মরণ নয়, এটি আমাদের প্রতিবাদের ভাষা। শহীদ ওসমান হাদির আদর্শ এবং তাঁর হত্যার বিচার দাবিকে মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।” দিনভর এ কর্মসূচিকে ঘিরে এলাকাজুড়ে আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়। অনেক পথচারী থেমে দাঁড়িয়ে গ্রাফিতির বার্তা পড়েন এবং শহীদ হাদির স্মরণে শ্রদ্ধা জানান।

আরো পড়ুন

‍আপিলে বরিশাল বিভাগের ১৩ প্রার্থীর ভাগ্য বদল, ৭ জনের পুড়লো কপাল

ফাহিম ফিরোজ, বরিশাল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগের বিভিন্ন সংসদীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *