বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

গৌরনদীতে দীপু চন্দ্র দাসের হত্যা কারীদের বিচারের দাবীতে মানববন্ধন

‎সোলায়মান তুহিন, গৌরনদী // ‎ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎গৌরনদী উপজেলা সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের আয়োজনে শনিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে মানববন্ধন কমূসুচি চলাকালে সমাবেশে বাংলাদেশ দলিত সম্প্রদায়ের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গৌরনদী উপজেলার শাখার সভাপতি বিনয় চন্দ্র ঋষি”র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি মনোজ কুমার গোমস্তা, উপজেলা সুজনের সাধারণ সম্পাদক প্রেমানন্দ ঘরামী, উপজেলা সহকারি শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক সুদাম পাল, সহকারী শিক্ষক সুব্রত পাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অমূল রতন কর, শিক্ষিকা সিমা রানী শোম, অবসরপ্রাপ্ত শিক্ষক হরিদাস গোস্বামী, ব্যবসায়ী বিপুল চন্দ্র হালদার, বিপ্লব চক্রবর্তী, বিকাশ গোস্বামী, লিটন চন্দ্র মিস্ত্রি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সরকারের কাছে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা কারীদের দ্রæত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *