বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

​নেছারাবাদে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া

নেছারাবাদ প্রতিনিধি //
নেছারাবাদে ওমান প্রবাসীর আমন্ত্রণে সংক্ষিপ্ত সফরে এসেছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর তিন পুত্র, পিরোজপুর ২ সংসদীয় আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী, পিরোজপুর ১ সংসদীয় আসনের জামায়াত মনোনীত আলহাজ্ব মাসুদ সাঈদী ও নাসিম সাঈদী।

তাদের আগমনকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ​২৬ ডিসেম্বর শুক্রবার রাতে তারা মাহমুদকাঠী বাঁশবাড়ি জামে মসজিদে পৌঁছালে স্থানীয়রা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

মসজিদে জুলাই আন্দোলনের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী, আল্লামা সাঈদী ও মাওলানা রফিকুল ইসলাম সাঈদীসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

দোয়া অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। ওমান প্রবাসী মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় মাহফিলটি সম্পন্ন হয়।

​নেতৃবৃন্দ দোয়া শেষে স্থানীয়দের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *