নেছারাবাদ প্রতিনিধি //
নেছারাবাদে ওমান প্রবাসীর আমন্ত্রণে সংক্ষিপ্ত সফরে এসেছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর তিন পুত্র, পিরোজপুর ২ সংসদীয় আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী, পিরোজপুর ১ সংসদীয় আসনের জামায়াত মনোনীত আলহাজ্ব মাসুদ সাঈদী ও নাসিম সাঈদী।
তাদের আগমনকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ২৬ ডিসেম্বর শুক্রবার রাতে তারা মাহমুদকাঠী বাঁশবাড়ি জামে মসজিদে পৌঁছালে স্থানীয়রা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।
মসজিদে জুলাই আন্দোলনের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী, আল্লামা সাঈদী ও মাওলানা রফিকুল ইসলাম সাঈদীসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়া অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। ওমান প্রবাসী মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় মাহফিলটি সম্পন্ন হয়।
নেতৃবৃন্দ দোয়া শেষে স্থানীয়দের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।