বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬
oplus_0

কাউনিয়া থানার নবনিযুক্ত ওসির সঙ্গে জামায়াতে ইসলামীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক //
কাউনিয়া থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাউনিয়া থানা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (৫ জানুয়ারি) কাউনিয়া থানার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে থানা আমীর মোঃ মোস্তাফিজুর রহমান-এর নেতৃত্বে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল নবনিযুক্ত ওসি ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন কর্মস্থলে সার্বিক সাফল্য কামনা করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধি দল এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মোঃ আব্দুর রহমান, থানা মানবসম্পদ সেক্রেটারি মোঃ মোশাররফ হুসাইন, ২নং ওয়ার্ড সভাপতি মোঃ আঃ মজিদ, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ মাঈনুদ্দিন, ৪নং ওয়ার্ড সভাপতি হাঃ মোঃ ফেরদৌস আহমেদ, ৫নং ওয়ার্ড সভাপতি হাঃ মোঃ ইব্রাহীম, ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ আবুল বাশার, ৭নং ও ১নং ওয়ার্ডের সেক্রেটারিবৃন্দ, ওলামা বিভাগের মাওলানা হারুনুর রশীদ, আইটি বিভাগের মোঃ মাসুদ মাতুব্বরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎ শেষে থানা আমীর মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রশাসনের পাশে থেকে কাজ করতে প্রস্তুত।”

নবনিযুক্ত ওসি জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সকলের আন্তরিক সহযোগিতা তিনি প্রত্যাশা করেন।

 

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *