বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ঈমানদার ব্যক্তির আমলের মূল ভিত্তি হলো সঠিক আক্বীদা পোষণ করা -ছারছীনার পীর

নিজস্ব প্রতিবেদক //

ছারছীনা দরবার শরীফ নবীজির তারিকা অনুযায়ী সুন্নাতের উপরে আমলে বিশ্বাসী। আমাদের তা’লিম হচ্ছে সুন্নাত তরীকার তা’লিম। একজন ঈমানদার ব্যক্তির আমলের মূল ভিত্তি হলো সর্বাবস্থায় সঠিক আক্বীদা পোষণ করা। যারা সঠিক আক্বীদার অনুসারী তারাই হলো প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী। আক্বীদার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ভিন্ন অন্য কারো সাথে আপোষ নয়। মনে রাখতে হবে বদ আক্বীদার খপ্পড়ে পড়ে মহান আল্লাহর নৈকট্য অর্জনের পরিবর্তে মানুষ বিভ্রান্ত হয়ে যায়।

পীর ছাহেব কেবলা পীর ভাই ও মুহিব্বীনদের উদ্দেশ্য করে বলেন, দলীয় রাজনীতির উর্ধ্বে থেকে ছারছীনা দরবার শরীফ সূচনা লগ্ন থেকেই এদেশে দ্বীন ইসলামের প্রচার প্রসারের কাজ নিরলস ভাবে করে যাচ্ছে। পথহারা ঈমানহারা মানুষকে সঠিক দ্বীনের তা’লীমের মাধ্যমে খেদমতের আঞ্জাম দেওয়াই ছারছীনা দরবার শরীফের কাজ।

আজ ২৭ ডিসেম্বর রোজ শনিবার পটুয়াখালী জেলার সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের দক্ষিন চর মৈশাদী দারুচ্ছুন্নাত খানকায়ে মোহেব্বিয়া দীনিয়া কমপ্লেক্স ময়দানে কমলাপুর ইউনিয়ন জমইয়াতে হিযবুল্লাহর আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

কমলাপুর ইউনিয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুস ছালাম মৃধার সভাপতিত্বে মাহফিলে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেন- ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোঃ মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *