নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলার ১১নং চানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড সভাপতি হারুনুর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলা মজলিশে শুরা সদস্য, চানপুর ইউনিয়নের আমীর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সাবেক বরিশাল জেলা পশ্চিমের সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চানপুর ইউনিয়নের মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য, চানপুর ইউনিয়নের নায়েবে আমীর, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার আব্দুজ জাহের হাওলাদার, উলানিয়া দক্ষিন ইউনিয়নের কর্মপরিষদ ও মজলিশে শুরা সদস্য আসমত আলী ফকির, শ্রমিক কল্যান ফেডারেশন চানপুর ইউনিয়নের সভাপতি ও ২নং ওয়ার্ডের মনোনিত মেম্বার পদপ্রার্থী হারুনুর রশীদ দেওয়ান, মাওলানা সাইদুল ইসলাম প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, মানবতার মুক্তি কেবল ইসলামী হুকুমাতের মাধ্যমেই সম্ভব। তাই আগামী নির্বাচনে সকলের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রত্যাশা করেন।
প্রধান অতিথির আলোচনায় মাওলানা রিয়াজ উদ্দিন বলেন, জামায়াত আগামী নির্বাচনে বিজয়ী হলে চানপুর ইউনিয়নের অবকাঠামোর আমুল পরিবর্তন হবে ইনশা আল্লাহ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।